
মুশফিকুর রহমান ইমন
চট্টগ্রাম প্রতিনিধি
নানা চড়াই-উৎরাই পেরিয়ে ও বিরোধীদের বাধা উপেক্ষা করেও সংস্কার ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে শহীদ জিয়ার স্বপ্নে লালিত বাংলাদেশ ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের পথে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
এমনই সংস্কারমূলক কাজের অংশ হিসেবে গত ২৩এপ্রিল, ২০২৫ মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে
খাল খননের কাজ উদ্বোধন করেন তিনি। এরই মাধ্যমে ডোমখালী সুয়াখালী খাল খনন শুরু করা হলো। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, অতি বৃষ্টি ও বন্যার পানি নিস্কাশন এবং রবি মৌসুমে পানি সংরক্ষণের জন্য এই খাল খনন উক্ত এলাকায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেইসাথে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
খাল খনন কার্যক্রমের উদ্ভোদন করতে গিয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “খাল খনন কর্মসূচী একটি জাতিকে স্বাবলম্বী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান খাল খনন কার্যক্রমের গুরুত্ব বুঝতে পেরে এর মাধ্যমে দূর্ভিক্ষপীড়িত একটি জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি জাতিতে পরিণত করতে পেরেছিলেন।” এসময় তিনি খালকে আমাদের দেহের রক্ত প্রবাহের সাথে তুলনা করে বলেন,”খাল খননের মাধ্যমে যদি পানির সঠিক প্রবাহ না হয় তাহলে গ্রীষ্ম মৌসুমে পানির অভাবে জমি যেমন ফেটে চৌরির হয়ে যায় ঠিক তেমনি বর্ষা মৌসুমে আমাদেরকে বন্যায় ভাসিয়ে নিয়ে যায়।” এসময় তিনি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষি উন্নয়নে শহীদ জিয়ার খান খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব ঘটিয়ে খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ কিংবা তিনগুণ হয়েছিলো সেটিও উল্লেখ করেন।
উল্লেখ্য, খাল খনন কর্মসূচী বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির অত্যন্ত স্বতন্ত্র কাজগুলোর মধ্যে অন্যতম। তাই জিয়াউর রহমান খাল খননের গুরুত্ব উপলব্ধি করে বলেছিলেন,”খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা-খরা।” সম্প্রতি দেশনায়ক তারেক রহমানও দেশবাসীকে খাল খননের গুরুত্ব স্বরণ করিয়ে দিয়ে বলেন, “বিএনপির বড় সংস্কার খাল খনন। এতে কৃষির সংস্কার হয়েছে। বিএনপি আগামীতে সরকার গঠনের সুযোগ পেলে খাল খনন করা হবে যাতে কৃষক সময়মতো পানি পায়।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের মাধ্যমেই বাংলাদেশে একটি নবজাগরণের যে সূচনা করেছিলেন শাহীদুল ইসলাম চৌধুরীর মতো শত শত জাতীয়তাবাদী আদর্শের জিয়ার সৈনিক সেই ধারা অব্যাহত রেখে দেশ সেবায় কাজ করে যাচ্ছেন। তাই শাহীদুল ইসলাম চৌধুরীর মতো দেশপ্রেমিক ব্যক্তিত্ব বিএনপির নেতৃত্বে এসে দেশসেবার সুযোগ পেলে সেটি নিঃসন্দেহে জনগণের জন্য দীর্ঘস্থায়ী কল্যাণ বয়ে আনবে।