লামা(বান্দরবান)উপজেলা সংবাদদাতা
বান্দরবানের লামায় সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎপত্তিস্থলে লামা রাবার মালিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিশাল রাবার ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী বাঙ্গালি জন সাধারন এর কৃষি মৎস চাষ সহ দৈনন্দিন প্রয়োজন পুরণের একমাত্র সুপেয় পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল এর পানি।এই পানি দূষণের আশঙ্কা ও স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় সাধারণ জনগন।
পাশের মুরুং পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং বলেন, লামা রাবার মালিকের এক হাজার ছয়শত একর জমি থাকতে আমাদের পাশে এসেই কেন ফ্যাক্টরি বানাতে হবে? কারণ এমনিতেই পাহাড়ে পানি সংকট,পানির জন্য মানুষ হা - হা কার, তারা কি চায় আমরা সবাই চাষাবাদ করতে না পেরে এলাকা ছেড়ে চলে যাই?
৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বার আব্দুল হালিম বলেন, লামা রাবার মালিকের উচিৎ অন্য স্থানে ফ্যাক্টরি নির্মান করা। না হলে রাবার ফ্যাক্টরির বর্জ মিশ্রিত খালের পানি মানুষে ব্যবহার করতে পারবেনা এবং পানির অভাবে প্রায় ৪০০ একর জমিন চাষাবাদ থেকে বঞ্চিত হবে,এবং ২৫০ পরিবারের মধ্যে পানির সন্কট দেখা দিবে। এ ছাড়া নানা রকম মারাত্মক ব্যধিতে আক্রান্ত, পরিবেশ বিপর্যয় ঘটার আশন্কা রয়েছে। তাছাড়া বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের সন্নিকটে ফ্যক্টুরিটি নির্মান করার কারণে,কোয়ান্টামের কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও শিশু কিশোর এই পরিবেশ দূষণের শিকার হবে বলে আশন্কা করা হচ্ছে।
এদিকে পাড়ার প্রধান কারবারী রুমতুই মুরুং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৭ মার্চ সোমবার সকালে লামা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে সাক্ষাত করে লিখিত আবেদনে অনতিবিলম্বে ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানান।
লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ম্যানেজার মো.আরিফ হোসেন জানান, এখনো ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু হয়নি। আমরা পরিবেশ অধিদপ্তরে অনুমতি চেয়ে আবেদন করেছি,অনুমতি পেলে ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু করবো।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান,লামা রাবার মালিক কর্তৃপক্ষ, আমাদের কাছে একটি আবেদন করেছে আমি এলাকা পরিদর্শন করেছি সবদিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: ফরিদ উদ্দিন
প্রকাশক: খোদেজা আক্তার
বার্তা সম্পাদক: মারুফ আহমেদ
মোবাইল: ০১৭১৫৯৮৮২৫৩
Design & Development By HosterCube Ltd.