লামায় মিরিঞ্জা রয়েল হিল রিসোর্টে অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোররাত ৬ টায় তার মৃত্যু হয়। সে লামা পৌরসভার লাইনঝিরি এলাকার মো. হারুনের ছেলে ও মিরিঞ্জা রয়েল রিসোর্টের মালিক রাসেলের গাড়ীর ড্রাইভার।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ সাইফুদ্দিন মোহাম্মদ মুরাদ বলেন, ভোর রাতে নুরুল আলমকে তার বন্ধুরা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। নুরুল আলম আমাদের জানায় সে মদ পান করেছে। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, মিরিঞ্জা রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয়। এ অবস্থায় সোমবারও সন্ধ্যার পরে কয়েক জন বন্ধু বান্ধব মিলে মদ্যপানের আসর বসায় রিসোর্টটিতে। সেখানে অতিরিক্ত মদপানের ফলে অসুস্থ হয়ে পড়ে নূরুল আলম। পরে তাকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিসোর্টির মালিক মো. রাসেল বিষয়টি অস্বীকার করে বলেন, নুরুল আলম হোটেলে নয় বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মিরিঞ্জা পাহাড়ে পর্যটন স্পটেগুলোতে মাদক সরবরাহের অনেক অভিযোগ রয়েছে। এসব ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: ফরিদ উদ্দিন
প্রকাশক: খোদেজা আক্তার
বার্তা সম্পাদক: মারুফ আহমেদ
মোবাইল: ০১৭১৫৯৮৮২৫৩
Design & Development By HosterCube Ltd.