
বান্দরবানের লামা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ ফ্রেরুয়ারী) সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো.মঈন উদ্দিন ,সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- লামা উপজেলা কৃষি অফিসার , প্রাণিসম্পদ কর্মকর্তা , মৎস্য কর্মকর্তা , লামা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা ডা:এখিং মার্মা , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আনসার-ভিডিপ কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ।
সফলভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উপজেলায় অবৈধ বালু উত্তোলন, ইটভাটা বন্ধ, পাহাড় কাটা রোধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানান। এছাড়া উপজেলার পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন,মো: মঈন উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার লামা।